1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ক্যান্সার আক্রান্ত শাওনের বাঁচার আকুতি

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

নিউজ জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামের শাওন(১৮) ক্যান্সারে আক্রান্ত। সে ঢাকার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সি কলেজে অর্নাস শেষ বর্ষের ছাত্র। শিশুকালে বাবা মায়ের আদর ভালবাসা তার ভাগ্যে জুটেনি। ছোট থাকতেই সে মা বাবাকে হারিয়ে এতিম হয়ে যায় মো: সোহানুর রহমান শাওন (২৫)। পিতা মাতা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে খুব ছোট থাকতেই তাকে চিরএতিম করে পৃথিবী ছেড়ে চলে যান আপন ঠিকানায়। সেই থেকে বড় দুই বোনের ছায়ায় বড় হয়েছেন তিনি। কোন রকম নিজের খরচ মেটাতে পড়াশোনা পাশাপাশি একটি ফার্মিসিতে চাকরি করতেন শাওন। গত জুন মাসে তার ঘাড়ের পিছনে একটা বড় অপারেশন হয়।

পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার হসকিন্স লিম্ফোমা নামে ক্যান্সার হয়েছে। এ রোগের চিকিৎসার জন্য তার প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা, যা জোগাড় করা তার পক্ষে কখনোই সম্ভব না। বাঁচার তাগিদে বাধ্য হয়ে তিনি তার বাবার শেষ সম্বল সামান্য ভিটেমাটি বিক্রি করার পরিকল্পনা করেন। এই জমি বিক্রি করলে যে টাকা আসবে, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

এই অবস্থায় তিনি দেশের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সামর্থবানদের কেউ এগিয়ে এলে হয়তো বেঁচে যেতে পারে তার জীবন।তার সঙ্গে যোগাযোগ ও অর্থিক সাহায্য পাঠাতে বিকাশ, নগদ এবং ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট নম্বর দেওয়া হলো। ডাচ্-বাংলা ব্যাংক: Ac-225-151-118628, বিকাশ: 01627393224 (পার্সোনাল), নগদ: 01789751598 (পার্সোনাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park