নিউজ জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারী এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
নিখোঁজের ১৩ দিন পরেও সন্ধান মিলেনি হৃদম (১৩) নামের ছেলেটির। সন্তানের জন্য রাস্তায় রাস্তায় মায়ের আহাজারিতে কেঁপে উঠছে আকাশ বাতাস।
গত ২৭ নভেম্বর ২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের মেহেদী হাসানের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে হৃদম নুনেরটেক মেলায় যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো কালো রংয়ের সোয়েটার ও কালো শাট এবং কালো প্যান্ট । গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক,ডান হাতের কব্জির উপর পোড়া দাগ আছে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি।
সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করে না পাওয়ায় ছেলেটির মা রুমকি বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৮৬ তারিখ ০২/১২/২০২৩ ইং।
কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিম্নে লিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
মোবাইল নং 01320-090533, 01778-844194।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply