নিউজ জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল- কায়সার হাসনাতসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইশেকশন কমিশন (ইসি)।
সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় ২০ ডিসেম্বর ২০২৩ ইং বুধবার রাতে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে ২৪ ডিসেম্বরের মধ্যে নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু , পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ , সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া , বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুল এবং মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
কারণ দর্শানোর নোটিশে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত ১৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলে শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁর অনুসারীরা অংশ নেন। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এমন কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির লঙ্ঘন।
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের জারি করা নির্দেশনা লঙ্ঘন করে এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া ও বাবুল ওমর বাবু আওয়ামীলীগ–দলীয় প্রার্থীর পক্ষে নিজ পদবি ও কার্যালয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। অন্য ৮জন ইউপি চেয়ারম্যানকেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেয়া হয়েছ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply