1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা শুরু ১৬ জানুয়ারি

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পঠিত

নিউজ জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আগামী মঙ্গলবার শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ১৬ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলাটি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
সভায় কাজী নুরুল ইসলাম জানান, দেশীয় সংস্কৃতি পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী মেলাটির আয়োজন করেছেন। এতে কারুশিল্প ও লোকজীবন প্রদর্শনীর পাশাপাশি থাকছে পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা ও গ্রামীণ খেলার উপস্থাপন। এ ছাড়া বাহারি পণ্যসামগ্রীও প্রদর্শিত হবে। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাসহ নানা প্রদর্শনী থাকছে।
মেলা চলাকালীন এলাকার যানজট, আইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্যতালিকা নিয়েও অংশগ্রহণকারীরা আলোচনা করেন। ফাউন্ডেশন সূত্র জানায়, এবারের মেলায় কর্মরত কারুশিল্পীদের জন্য ৩২টি স্টল বরাদ্দ হয়েছে। সব মিলিয়ে স্টল থাকছে ১০০টি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে মেলায় অংশ নেবেন।
সভায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুর রহমান মাসুম, ইউএনও দীপন দেবনাথ, এসিল্যান্ড মো. ইব্রাহিম প্রমুখ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park