নিউজ জাগো সোনারগাঁও২৪.কম
ইউরোপীয় ইউনিয়ন,বাংলাদেশ সরকার এবং ইউএনডিপি-র যৌথ অর্থায়নে,স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় গত ২৯-০১-২৪ ইং তারিখে ঢাকা ডিসি অফিসে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন(৩য় পর্যায়) প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়। সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর ঢাকা টিমের সাথে ডিডিএলজি (উপ-সচিব) জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গ্রাম আদালত সম্পর্কে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ডিডিএলজি(উপ-সচিব) মহোদয়। তিনি বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চীত ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করনে গ্রাম আদালত সক্রিয় করন(৩য় পর্যায়) প্রকল্পের গুরুত্ব অনেক বেশী,তিনি উক্ত প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। অন্যান্যদের মাঝে সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের ঢাকা জেলার জেলা সমন্বয়কারী জনাব মোঃ নাজমুল হাসান (মিল্টন), উপজেলা সমন্বয়কারীঃ মোঃ জসিম উদ্দিন মোল্লা,মোঃ মিজানুর রহমান,মোঃ আনিছুর রহমান খান,মোঃ জহিরুল ইসলাম,মোঃ সামসুজ্জোহা, মোসাঃ রোকসানা খানম, আছমাউল হোসনা,ঠাকুর প্রসাদ,মোঃ মুনছুর রহমান ও মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply