জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠ, দুধঘাটা, মঙ্গলেরগাঁও, পাঁচানি গ্রাম ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ঈদগাহ মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের অর্থায়নে ৫ হাজার পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা যুগ্ম আহবায়ক ডা. আতিকউল্লাহ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহম্মেদ, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম বলেন, প্রতি বছর পিরোজপুর ইউনিয়নের সর্ব স্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৫ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতি বছর তার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অব্যাহত থাকবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply