মোঃ আব্দুস সালাম সুজন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও বর্ষবরণ ১৪৩১ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে প্রথমে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২০০ বছরের ঐহিত্যবাহী বটমূলের নিচে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সোনারগাঁ শিল্পকলা একাডেমী ও উদিচী শিল্পগোষ্ঠি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মাহফুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সামছুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী এডঃ ফজলে রাব্বী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ সাবরিনা হক .সোনারগাঁও পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিপ্লব, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি.আর.বিলকিস প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply