1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে মিলল ২ কোটি টাকার ইয়াবা , গ্রেপ্তার ১

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত

নিউজ জাগো সোনারগাঁও
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স ও ৬০ হাজার পিছ ইয়াবা জব্দসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ।রবিবার (১২ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা সামনে পুলিশ চেক পোষ্টে (ঢাকা- মেট্রো-ছ-৭১-২২৬৬) তল্লাশি চালিয়ে ইয়াবাসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। তবে এসময় গাড়ি থেকে একজন কৌশলে পালিয়ে যায়।

আটককৃত মাদককারবারি কক্সবাজার জেলার টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে মো. ইসহাক (২৪)।নারায়ণগঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টেকনাফ থেকে একটি এম্বুলেন্সে করে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নারায়ণগঞ্জের দিকে আসছে। পরে এমন গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশ মেঘনা টোল প্লাজার সামনে চেক পোষ্ট বসিয়ে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশী করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এর আগেও সে একাধিকবার অভিনব কায়দায় মাদক পাচার করতো।

তিনি আরো জানান আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park