1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জনগণের সেবা করার ব্রত নিয়ে মাঠে নেমেছি এ্যাডঃ নুরজাহান

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মোঃ আব্দুস সালাম সুজন

সোনারগাঁ উপজেলা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। ভোটের লড়াইয়ে জনগণের দ্বারে দ্বারে ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের কাছে নিজেদের প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সোনারগাঁয়ে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা সাড়ে তিন লক্ষ। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৪ জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীক, বাবুল ওমর বাবু আনারস প্রতীক, রফিকুল ইসলাম নান্নু মোটরসাইকেল প্রতীক ও আলী হায়দার দোয়াক কলম প্রতীকে প্রতিদন্ধীতা করছেন।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আজিজুল ইসলাম মুকুল মাইক প্রতীক, আবুল ফয়েজ শিপন চশমা প্রতীক, মাসুম চৌধুরী তালা প্রতীক, এম, জাহাঙ্গীর পেয়েছেন টিউবওয়েল প্রতীক, জহিরুল ইসলাম খোকন উড়োজাহাজ প্রতীক ও মাহবুব পারভেজ টিয়া পাখি প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা ফ্যান প্রতীক, মাহমুদা আক্তার ফেন্সী হাঁস প্রতীক, এডঃ নুরজাহান সেলাই মেশিন প্রতীক , হেলেনা আক্তার কলস প্রতীক ও ফরিদা পারভীন শ্যামলী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করছেন। সরজমিনে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার গ্রামগঞ্জের ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন ্প্রার্থীরা। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ নুরজাহান ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নুরজাহান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ আদালতের এ, পি. পি। তিনি বলেন , আমি রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছি। তিনি জাগো সোনারগাঁও ২৪.কমকে বলেন, সোনারগাঁয়ের সাধারণ জনগণের সেবা করার ব্রত নিয়ে মাঠে নেমেছি তাই আমি আশা করি সোনারগাঁয়ের সাধারণ ভোটারা আমার উপর আস্থা রাখবেন। আমি নির্বাচিত হলে সোনারগাঁয়ে শিক্ষার হার বাড়াতে লেখাপড়ার মান উন্নয়নে কাজ করবো। মেয়েদের শিক্ষা ব্যবস্থা ও কর্মমুখী শিক্ষার উপর জোর দিব। এছাড়াও মাদকমুক্ত, বাল্য বিয়ে রোধ, এলাকার রাস্তাঘাট যানজট মুক্ত করে একটি স্মার্ট সোনারগাঁ হিসেবে গড়ে তুলতে চাই। আমি যেহেতু জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য তাই সোনারগাঁকে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে চেষ্টা করব। এছাড়াও আমি যৌতুক ও বাল্যবিবাহ নিয়ে কাজ করবো। তাই সোনারগাঁবাসীর কাছে আমার চাওয়া আপনারা আমাকে সেলাই মেশিন মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park