জাগো সোনারগাঁও২৪.কম
সোনারগাঁয়ে কৃর্তি এস.এস.সি ২০২৪ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এস এস সি ও সমমনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নিজ উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুজ্জামান, সোনারগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ মো: আশরাফুজ্জামান অপু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সোনারগাঁ জি আর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আমির হোসেন স্মীথ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব। এসময় সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুধিজনের উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ’২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, ম্যাডেল, সনদ, প্রাইজ মানি দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply