জাগো সোনারগাঁও২৪.কমঃ সোনারগাঁয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গতকাল রবিবার বিকালে ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৈশাখী বটমূল মঞ্চে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁ দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকার, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও প্রবাসী বাসেদ আহাম্মেদ ও সার্বিক সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন “ইচ্ছে ডানা” সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ডানার সমন্বয়ক আব্দুস সালাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, প্রচার সম্পদিক খায়রুল আলম খোকন, নির্বাহী কমিটির সদস্য মোঃ মনির হোসেন, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সিনিয়র সহ-সভাপতি অপু সারোয়ার, সিঙ্গাপুর যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আতা রাব্বী জুয়েল, ইচ্ছে ডানা সংগঠনের সদস্য উজ্জল হোসেন মাসুদ, লুৎফর রহমান মাসুদ, হেকিম হারুন, হাবিবুর রহমান, ইদ্দিস মিয়া প্রমুখ।
এসময় ইচ্ছে ডানা সংগঠনের পক্ষ থেকে প্রায় অর্ধশতাধীক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply