জাগো সোনারগাঁও২৪.কম
ঢাকা জেলার ধামরাই উপজেলার ৬ নং কুশুরা ইউনিয়ন পরিষদের অধীনে পরিচালিত গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষগুলো ন্যায় বিচারের লক্ষে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় সাধারণ মানুষকে ন্যায় বিচার পেতে চলতি বছরের শুরুর দিকে ঢাকা জেলার প্রতিটি উপজেলায় ইউনিয়ন পরিষদের এজলাস নির্মাণের মধ্য দিয়ে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ১৬ জুলাই’২৪ ইং (মঙ্গলবার) সকালে উপজেলার ৬ নং কুশুরা ইউনিয়নে গ্রাম আদালতের এজলাসে বসে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান সাহেব কে বিচার কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া অসহায় মানুষ গুলোর বিচারিক সেবা ও স্থানীয় জনগণের মানবাধিকার নিশ্চিতকরণ এবং উচ্চ আদালতে মামলার জট কমানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তয় পর্যায়ে) প্রকল্পের কাজ শুরু হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় আবেদনকারী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের দায়ের করা ফৌজদারি মামলার শুনানীর কার্যক্রম গ্রাম আদালতে অনুষ্ঠিত হয়। এতে বিচার কার্যক্রম পরিচালনা করেন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুজ্জামান সহ গ্রাম আদালত এর অন্যান্য প্রতিনিধিগণ। ইউনিয়ন পর্যায়ে এই গ্রাম আদালত কার্যক্রম সক্রীয়করণ/প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় পর্যায়ে অসহায় দরিদ্র নারী-পুরুষ বিচারিক সেবায় হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছেন। এছাড়াও অল্প সময়ে স্বল্প টাকায় মাত্র ১০/২০ টাকা ফিস দিয়ে ন্যায়, বিচার পাচ্ছেন সাধারণ জনগণ। বলতে গেলে এ যেন বাড়ির পাশে আদালত।
এ বিষয়ে AVCB-III প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক ম্যানেজার জনাব মো. নাজমুল হাসান (মিল্টন) জানান,এ প্রকল্পের কার্যক্রম ঢাকা জেলার ৫টি উপজেলার ৬২ টি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় নারী পুরুষ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
৬ নং কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুজ্জামান বলেন, গ্রাম আদালত কার্যকরী হলে গ্রামের অসহায় নারী পুরুষ অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পাবে এবং মানবাধিকার প্রতিষ্ঠা হবে। টাকার অভাবে জেলা শহরে গিয়ে হয়রানী হয়ে যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন তারা এই গ্রাম আদালত এর মাধ্যমে যথাযথ ন্যায় বিচার পাবে।
উক্ত গ্রাম আদালত পরিচালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসেন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নাজমুল হাসান মিল্টন এবং উপজেলা সমন্বয়কারী মোঃ জসিম উদ্দিন মোল্লা ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply