জাগো সোনারগাঁও ২৪.কম
নারায়ণগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের অপসারণ চেয়ে খোদ অত্র বিদ্যালয়ের এমপিওভূক্ত শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষকদের একটি দল অনিয়ম , বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপুস্থিত, দূর্নীতি, ও শিক্ষকদের প্রতি বিভিন্ন বৈষ্যমের প্রতিবাদে তার অপসারণ চেয়ে একটি অভিযোগ লিখিত আকারে জমা দেন। উপজেলা নির্বাহী অফিসার এদিন জরুরী কাজে নারায়নগঞ্জ থাকায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে এ অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। পরে উপজেলা মাধ্যমিক অফিসারের কাছেও প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য বেশকিছুদিন আগে থেকেই প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম,স্বেচ্ছাচারিতা, দূর্নীতির বিরুদ্ধে ফুসে উঠেছিল এলাকাবাসী। কিন্তু ক্ষমতার দাপটে যারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরই রাজনৈতিক লোকের মাধ্যমে ভয় দেখিয়ে দমিয়ে রাখা হয়েছে। তিনি সোনারগাঁ স্বে”ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এই দাপটে অনেক অনিয়মকেই নিয়মে পরিনত করেছে কামাল হোসেন। এছাড়াও সামিয়া লাইব্রেরী থেকে বই পাঠ্য করার কথা বলে ১,০০,০০০/০- (এক লক্ষ টাকা) নিয়ে বই পাঠ্য না করে অন্য বই পাঠ্য করা হয়েছে এবং অগ্রিম ১,০০,০০০/- (্এক লক্ষ টাকা ) আর ফেরৎ দেয়নি বলে অভিযোগ করেছে সামিয়া লাইব্রেরীর কর্ণধার শফিক মিয়া। জাল সনদ, কোচিং বানিজ্য, অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ , হিসাবের সকল নথিপত্র পুড়িয়ে ফেলা, শিক্ষকদের বেতন আটকানোসহ বিভিন্ন অনিয়ম ও দূনীর্তির অভিযোগ আনেন শিক্ষকরা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply