1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে স্বপ্নজয়ী পাঠশালার উদ্বোধন

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পঠিত
filter: 0; jpegRotation: 180; fileterIntensity: 0.000000; filterMask: 0;

জাগো সোনারগাঁও২৪.কম

সোনারগাঁয়ে স্বপ্নজয়ী পাঠশালার উদ্বোধন করা হয়। ৫ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার নিকটে বানিনাথপুর মহিলা সমিতি ভবনে এ পাঠশালার উদ্বোধন করা হয়।

স্বপ্নজয়ী পাঠশালার উদ্বোধন করেন স্বপ্নজয়ী পাঠশালার প্রতিষ্ঠাতা প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলর সাবেক শিক্ষা অফিসার জাহিদ ইকবাল। সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, রুনা মেম্বার, রিতা কমিশনার,
পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোশারফ হোসেন বিএনপি নেতা মফিজুল রহমান সোহেল,পৌর বিএনপির নেতা মতিন, মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সময় স্বপ্নজয়ী পাঠশালার প্রতিষ্ঠাতা ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন বলেন, আমাদের দেশে অনেক সার্টিফিকেট ধারী মা্নুষ আছে কিন্তু ভালো মনের মানুষের অনেক অভাব। সোনারগাঁয়ে আমি ২০১২ সালে ছিলাম এখানে অনেক ভালো মনের মানুষ আছে যাদের দিয়ে আমার স্বপ্নজয়ী পাঠশালা চালানো সম্ভব। আলোকিত সমাজ করতে হলে আলোকিত মানুষ প্রয়োজন । আমরা সবাই মিলে একটি সুন্দর,সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে পারবো। সবার জন্য সাম্য ,সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিতে আমার এই স্বপ্নজয়ী পাঠশালা কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park