জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার বিকেলে ক্যাপিটাল স্কুল কর্তৃক আয়োজিত সোনারগাঁ রয়েল রিসোর্ট হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার ভুমি মন্জুর হোসেন এর সভাপতিত্বে সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ মহসীন মিয়া, ভিসতা ইলেক্ট লিমিটেড এর চেয়ারম্যান শামসুল আলম পনির, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (উপসচিব) মোঃ মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংক, বিআইডব্লিউটি এ মোঃ জয়নাল আবেদীন, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর ড.শায়লা নাসরিন, বিভাগীয় প্রধান (ব্যবস্থাপনা বিভাগ), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যাপক মোঃ কামরুজ্জামান, ঢাকা বিভাগের শিক্ষা অফিসার আফম জাহিদ ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাডভোকেট, মো: জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাসুম রানা, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক,মোঃ সালাহ উদ্দিন জুয়েল সহকারী
ডাচ বাংলা ব্যাংক পিএলসি ভাইস প্রেসিডেন্ট জুলহাস উদ্দিন, উদ্যোক্তা সমমনা প্লাটফর্ম, মোঃ নজরুল ইসলাম, সোস্যাল ইসলামী ব্যাংক এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন জুয়েল, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ছাত্র শিক্ষক ও অভিভাবক বৃন্দ। পরে কৃর্তী শিক্ষার্থীদের সাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন স্কুলের শিক্ষার্থীরা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply