1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ২০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান শুরু করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। ১৩ অক্টোবর ২০২৪ ইং থেকে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। এ সময় সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীসহ বিভিন্ন নদীতে ইলিশ মাছ ধরা, আহরণ করা,পরিবহন করা, মজুদ করা, বাজারজাতকরা ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। অভিযানের ২য় দিনে সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যগে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। অভিযানটি দুপুর ২টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাবা মাহমুদা আক্তার। অভিযানে সোনারগাঁ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় সোনারগাঁ মৎস্য অফিসার কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ১ লক্ষ ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা । এছাড়া ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছগুলো বৈদ্যের বাজার মাদ্রাসায় এতিমদের জন্য দিয়ে দেওয়া হয়।

এ সময় মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জাগো সোনারগাঁ২৪.কমকে বলেন, ইলিশ মাছ আমাদের দেশের সম্পদ । মা ইলিশ যদি আমরা নিষিদ্ধ জাল দিয়ে ধরে ফেলি তাহলে আমাদেরই অপূরনীয় ক্ষতি হবে। তাই এ সময়টা আমরা ইলিশ মাছ ধরা হতে বিরত থাকবো । দেশের সম্পদ নিজেদের প্রয়োজনে রক্ষা করবো।

তিনি আরও বলেন, যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তার কমপক্ষে ১ বৎসর থেকে ২ বছর সশ্রম করারদন্ড হতে পারে। বা ৫ হাজার টাকা জরিমানা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park