1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় অংশীজনদের সাথে ইপসার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা। স্থানীয় সরকার বিভাগের দিকনির্দেশনায়, ইউএনডিপি এর কারিগরি সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান -ইপসা বাস্তবায়নকারী সহযোগী এর মাধ্যমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনাব সাকিব আল রাব্বি অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক ও (ভারপ্রাপ্ত), উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নারায়ণগঞ্জ। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধনীয় আইন ২০২৪ এ দুইটি নিয়ে কথা বলেন।

তিনি বলেন পূর্বে গ্রাম আদালতে এখতিয়ার ছিলো ৭৫,০০০/- ( পাঁচাত্তর হাজর) টাকা যা সংশোধন হয়ে ৩,০০,০০০ ( তিন লক্ষ) টাকা
বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে এই মূল্যমানের সীমার মধ্যে ইউপি চেয়ারম্যান গ্রাম আদালতে বিচারর্য্য করতে পারবেন। এ ছাড়া ও তিনি গ্রাম আদালত বিষয়ে কয়েকটি আইনের ধারা নিয়ে পরিস্কার ধারনা প্রদান করেন।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা পরিচালনায় স্থানীয় অংশিজনদের সাথে সমন্বয় সভায় প্রতিবেদন উপস্থাপন করেন জনাব ফিরোজা বেগম, ডিস্ট্রিক্ট ম্যানেজার- ইপসা, নারায়ণগঞ্জ। তিনি এ প্রতিবেদনে গ্রাম আদালত কি, গঠন প্রক্রিয়া ও পরিচালনা বিষয়ে একটি পাওয়ায় পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার প্রতিবেদন উপস্থাপনার শেষ সকল সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগনকে গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় তাদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা পরিচালনায় স্থানীয় অংশিজনদের সাথে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার প্রায় অর্ধশতাধিক সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park