1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে কমিউনিষ্ট পার্টির পথসভা অনুষ্ঠিত

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩২ বার পঠিত
filter: 0; jpegRotation: 180; fileterIntensity: 0.000000; filterMask: 0;

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শোষণ – বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণযাত্রা পদযাত্রা, হাট সভা ও পথসভা করেছে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সোনারগাঁ শাখা। পহেলা নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এ পদযাত্রা ও পথসভা চলবে।

০৮ নভেম্বর শুক্রবার সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলার উদ্ববগঞ্জ বটতলায় শুরু করে শহিদুল্লাহ প্লাজায় গিয়ে এ পথসভা শেষ হয়।

বীরমুক্তিযোদ্ধা কমরেড নাছির উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন,
সোনারগাঁ শাখার কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি কমরেড জিয়া হায়াদার ডিপটি, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সিবনাথ চক্রবর্তী, জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুস সালাম বাবুল প্রমূখ।

সাবেক সভাপতি কমরেড জিয়া হায়াদার ডিপটি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতা থেকে অপসারিত হলেও সেই শূণ্যস্থান পূরণ করছে বিএনপিসহ অন্যান্য দল। তাই বর্তমান সরকারের উচিত সাধারণ মানুষের দিকে নজর দেওয়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দিকে খেয়াল করা। নিত্যপন্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তার ব্যবস্থা করা। শ্রমজীবি মানুষের জন্য সর্বত্র রেশনিং কার্ডের ব্যবস্থা চালু করতে হবে। এনজিও ঋণের সুদের হার কমাতে হবে। সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সংখ্যনুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park