জাগো সোনারগাঁও২৪.কম
সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুনে নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে কমপক্ষে ১০ জন। পরে তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিটিউট এ ভর্তি হয়।
রোববার (২৪ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা যায়।
কারখানার একজন শ্রমিক জানায়, বসুন্ধরা পেপার মিলের ইউনিটগুলোতে এয়ারফ্রেশনার, ডিটারজেন্ট, এরোসল, হারপিক ও মশার কয়েল তৈরি করা হয়। সকাল দশটার দিকে কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দশজন শ্রমিক দগ্ধ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানায়, আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদেরকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছ।
বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান,সকালে কারখানার ভিতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস ভর্তির সময় ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছে। সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।এমনকি ফায়ার সার্ভিসের কোন সহযোগিতা ছাড়াই আমরা তাৎক্ষণিক ভাবে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply