জাগো সোনারগাঁও২৪.কম
২৪ নভেম্বর,ঢাকা জেলার,
ধামরাই উপজেলায় লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ধামরাই উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে অপরাজেয় বাংলাদেশের প্রতিনিধি জেলা ব্যবস্থাপক জনাব মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি, উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি জানান যে, সরকারী খরচে আইনগত সহায়তা পাওয়ার জন্য বিবেচ্য বিষয় সমুহ ও আস্থা এবং শান্তি প্রতিষ্ঠার উপায় হিসাবে আইনগত সহায়তা সহ সরকারী আইনগত সহায়তা ও লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব সমূহ এবং সেবা গ্রহীতাদের প্রতি সহানুভূতি- শীলতা সহ ইত্যাদি বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করেন। তিনি আরোও বলেন বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়-বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে জন- সচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে নিয়মিত উঠান বৈঠক একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে। উক্ত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই, ঢাকা। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধামরাই থানা,সমাজসেবা কর্মকর্তা,আনসার ভিডিপি কর্মকর্তা,ধামরাই উপজেলা, ঢাকা।চেয়ারম্যান,সুতিপাড়া ইউনিয়ন পরিষদ,কৃষি,শিক্ষা ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বেসরকারি সংস্থা (ওয়েভ ফাউন্ডেশন) এর প্রতিনিধি,এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ জসিম উদ্দিন মোল্লা সহ উপজেলা ম্যানেজার মোঃ ফরিদ আহম্মেদ প্রমূখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply