1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন করা হয়। দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়।
কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সাত্তার, আল-আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, মনিরুজ্জামান মনির, মাহবুব আলম সুমন,শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, মোকাররম মামুন, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, গাজী মোবারক হোসেন, দ্বীন ইসলাম অনিক, আব্দুস সালাম সুজন,উজ্জ্বল হোসাইন মাসুম প্রমুখ। এসময় সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। সাংবাদিকরা সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবর দখল, নৈরাজ্যের প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাতারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park