জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁযে স্বে”ছাসেবী সংগঠন ইচ্ছে ডানা’র আয়োজনে ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর সকাল ১০ টায় বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়ায় গাজী আক্তারুজ্জামান বাইতুল কুরআন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে এ পুরুষ্কার বিতরন করা হয়।
পুরুষ্কার বিতরণে উপস্থিথ ছিলেন ইচ্ছে ডানা’র প্রতিষ্ঠাতা পরিচালক দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও জাগো সোনারগাঁও ২৪.কমের প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুস সালাম সুজন, দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ মশিউর রহমান, ইচ্ছে ডানার উপদেষ্টা ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আতা রাব্বী জুয়েল, ইচ্ছে ডানার উপদেষ্টা মোঃ বাছেদ আহাম্মেদ, বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসাইন মাসুম , ইচ্ছে ডানার উপদেষ্টা লুৎফর রহমান মাসুদ ও গাজী আক্তারুজ্জামান বাইতুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ।
গজল ও কেরাত প্রতিযোগীতায় পুরুষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এ সময় ইচ্ছে ডানার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম সুজন বলেন, আমাদের ছোট থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। মহান আল্লাহর পবিত্র বানী মেনে চললে সকল প্রকার অন্যায় থেকে নিজেদের বিরত রাখা যায়। ইচ্ছে ডানা সব সময় ব্যতিক্রম কিছু করে থাকে। আলোকিত মানুষ, সুন্দর বাংলাদেশ গড়তে সামাজিক কাজ ও শিক্ষা নিয়ে ইচ্ছে ডানা কাজ করে আসছে । ছোট ছোট কোরআনের পাখিদের পড়ালেখায় উৎসাহ দিতে আমরা বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ আয়োজন অব্যহত থাকবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply