1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯১৩ বার পঠিত

নিউজ জাগো সোনারগাঁও

ইলসামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২৪ জুলাই সোমবার বিকেলে উপজেলা শহিদুল্লাহ প্লাজা চত্বরে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন সোনারগাঁ থানা সভাপতি হাজী মুহাম্মদ নুরূল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন সোনারগাঁ শাখার সেক্রেটারী মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। মাওলানা মুহাম্মদ মজিবুর রহমান ছদর দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলা। আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিতে হবে। জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অর্থব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং দ্রব্যমূল্যের চরম উধ্বগতি রোধ এবং জন দুর্ভোগ লাগবের দাবিতে আজকের এ সমাবেশ। বক্তারা বলেন, সরকারের এমপি মন্ত্রীরা দেশ থেকে লুটপাট করে ১৪ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বক্তারা আরো বলেন, আপনারা জনগণের সরকার গঠন করুন। সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন। পুলিশ বাহিনী দিয়ে দিনের ভোট রাতে না দিয়ে প্রকাশ্যে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিন। আপনারা তিন তিন বার ক্ষমতায় থেকেও জনগণের রায়কে কেন ভয় পান। জনপ্রিয় হয়ে থাকলে জনগনের রায় নিয়ে আবার ক্ষমতায় আসুন আমাদের আপত্তি নাই। তারা আরো বলেন, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে না। ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা চলছে। মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।’স্বাধীনতার পর দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয় নাই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালিয়ে এক তরফা নির্বাচন করে ক্ষমতা দখল করাই দলীয় সরকারের মূল উদ্দেশ্য থাকে। ভবিষ্যতেও দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা করা যায় না। এসময় আরো বক্তব্য রাখেন থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park