1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে শিশুখাদ্য কারখানায় অভিযান,৩লক্ষ টাকা জরিমানা

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নিউজ জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলসন নামের একটি খাদ্য কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় কিছু ভেজাল খাবার জব্দ করে ধ্বংস করা হয়। সোমবার দুপুরে উপজেলার কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন সোনারগাঁওয়ে কাঁচপুর বিসিক এলাকায় কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন হয়ে আসছিল। সেখানে উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এসব কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এ কোম্পানীর উৎপাদন পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park