নিউজ জাগো সোনারগাঁও২৪.কম
সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক মো. রবিউল হুসাইনের মা মাহেলা বেগম (৬৫) বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় হঠাৎ অসুস্থ পড়লে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলের অবস্থিত ইমলামি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।পরে তার লাশ সোনারগাঁ পৌরসভার ৮ নাং ওয়ার্ডের চৌদানা এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।মরহুমা মাহেলা বেগম পৌর এলাকার মো. আব্দুল আওয়াল মোল্লার স্ত্রী। সাংবাদিক রবিউল হুসাইন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে বাদ এশা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মায়ের লাশ দাফন করা হবে। এদিকে, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সহ সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসনাতসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply