নিউজ জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেছাসেবী সংগঠন “ ইচ্ছে ডানার” পক্ষ থেকে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। “সেবার হাত বাড়িয়ে দেই, নিজেকে ভালো কাজে জড়িয়ে নেই” এই স্লোগানকে সামনে রেখে শীতের তীব্রতায় কিছু ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র ও শীতের কম্বল বিতরণ করেছে এই স্বেছাসেবী সংগঠনটি। সাড়া দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায়,ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সংগঠনটি। পাশা-পাশি সমাজের বিত্তবানদেরকে এমন ভালো কাজে উৎসাহিত করতে এই শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে বলে জানায় সংগঠনটির পরিচালক মোঃ আব্দুস সালাম সুজন ও উজ্জল হোসেন মাসুম।
১৭ ডিসেম্বর (রবিবার) বিকালে সোনারাগাঁও উপজেলা চত্ত্বর ও তার আশে-পাশে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক কাগজ পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও ব্রাইট কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও স্বে”ছাসেবী সংগঠন“ ইচ্ছে ডানার”প্রতিষ্ঠা পরিচালক মোঃ আব্দুস সালাম সুজন, প্রান্তী ডিজিটাল স্টুডিও স্বত্বাধিকারী বিপ্লব বর্মন।
এ সময় স্বে”ছাসেবী সংগঠন“ ইচ্ছে ডানার”প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম সুজন বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে অল্প অল্প করে আমাদের পাশে থাকা দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই তাহলে আমাদের সমাজের ধনী -গরীবের মাঝে দূরত্ব কমে যাবে। এই শীতে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা ও শিশুরা শীতবস্ত্রের জন্য কষ্ট করেছে। আসুন আমরা তাদের পাশে এসে দাঁড়াই। আমাদের সংগঠন দিয়ে এ বছর শুরু ,আমাদের দেখে অনুপ্রানিত হয়ে আপনারাও ভালো কাজে নিজেকে সর্ম্পৃক্ত করুন, এতে মহান আল্লাহ খুশি হবেন , আপনি ও পরিতৃপ্তি পাবেন। তিনি আরও বলেন,কোন ব্যাক্তি বা সংগঠন থেকে কেউ যদি শীতবস্ত্র বিতরণ করতে চান তাহলে দেরি না করে কয়েকদিনের মধ্যে দিয়ে দিতে পারেন। অনেকে শীতে কষ্ট করছে মাঠ পর্যায়ে গিয়ে আমরা দেখতে পেয়েছি অনেক মানুষের শীতের পোশাক নেই। তারা অনেক কষ্ট করছে শীতের শুরুতে দিলে তারা উপকৃত হবে।
স্বে”ছাসেবী সংগঠন“ ইচ্ছে ডানার”সহকারী- পরিচালক উজ্জ্বল হোসেন মাসুম বলেন , সমাজে অনেক বিত্তবান মানুষ আছে আশা করি তারাও এই কাজে এগিয়ে আসবে। প্রত্যেক ্এলাকায় কিছু কিছু দরিদ্র মানুষ থাকে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করুন। এছাড়াও আমাদের কেও এ কাজে ডাকতে পারেন। আমরা স্বতঃস্ফূরত এগিয়ে আসবো।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply