মোঃ আব্দুস সালাম সুজন
আর মাত্র কয়েক দিন বাকি দ্বাদশ সংসদ নির্বাচনের। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নেতা ও কর্মীরা। রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন সবাই । আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত। গত ২ বারের এমপি জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকাকে দলীয় ভাবে নির্বাচন করতে হচ্ছে। এদিকে গত কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির অনেক নেতা ও কর্মী আওয়ামীলৗগৈর যোগদান করাতে কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে সোনারগাঁ জাতীয় পাার্টি। ইতিমধ্যে বেশ কয়েকজনকে দল থেকে বহিস্কার করছে। নির্বাচনী মাঠে ভোটারদের নানা ধরনের উন্নয়নের বার্তা পৌছে দিচ্ছেন সবাই। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পাওয়া আবদুল্লাহ আল কায়সার হাসনাত। নেতা কর্মীদের নিয়ে ইউনিয়ন থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে ওয়ার্ড ভোট প্রার্থনা করছেন। তবে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নৌকা মার্কা ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার লাঙ্গল মার্কা ছাড়া অন্য কোন দলের পোষ্টার ও ফেস্টুন দেখা যায়নি সোনারগাঁয়ে। উপজেলা পরিষদের আশে-পাশে (বিএনএম) প্রার্থী এ.বি.এম ওয়ালিউর রহমান খান কিছু পোষ্টার দেখা যায় । এছাড়া অন্য কোন প্রার্র্থীর প্রচার-প্রচারনায় পোষ্টার দেখা যায়নি। তবে মূল লড়াই হবে নৌকা ও লাঙলের মধ্যে। সোনারগাঁয়ের অনেক সাধারণ ভোটার মত প্রকাশ করেন , যদি সুষ্ঠভাবে জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে নৌকা প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও লিয়াকত হোসেন খোকার লাঙলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে। হয়তো বা অল্প কিছু ভোটের ব্যবধানে হার- জিত হবে তাদের দুজনের মধ্যে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়লগঞ্জ -৩ ( সোনারগাঁ ) আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ছাড়াও অংশগ্রহন করছে আরো কয়েকটি দলের প্রার্থী তারা হলেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি হতে আসলাম হোসাইন (একতারা), বিকল্প ধারা হতে নারায়ণ দাস (কুলা) , মুক্তিজোট দল থেকে মোঃ আরিফ (ছড়ি),তরীকত ফেডাশেন থেকে মজিবর রহমান মানিক ((ফুলের মালা) ও এ.বি.এম ওয়ালিউর রহমান, বিএনএম (নোঙ্গর) প্রতীক।
তবে সোনারগাঁয়ের আনাচে কানাচে নৌকা প্রতীকের প্রচারই বেশি দেখা যাচ্ছে । দীর্ঘ ১০ বছর পর নৌকা প্রতীকে ভোট দিতে পারবে বলে অনেক আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবের ভাব। এবার সোনারগাঁয়ে নৌকার গনজোয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
নৌকার প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে ইতিমধ্যে জাপার প্রার্থীর পরাজয় হয়ে গেছে। জাতীয় পার্টির প্রার্থী চেয়েছিলেন আমাকে সরিয়ে দিয়ে সংসদ সদস্য হতে। তিনি নির্বাচনকে ভয় পান। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আরও বেশি ভয় পান। সোনারগাঁয়ের মানুষ ১০ বছর পর নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন।’ আশা করি বিশাল ব্যবধানে এবার এ আসনে নৌকা জয়ী হবে।
এদিকে জাপার প্রার্থী লিয়াকত হোসনে খোকা বলনে, সোনারগাঁয়ের মানুষ গত দুবারের মতো এবারও জাতীয় পার্টিকেই ভোট দেবে। গত ১০ বছর ধরে সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন কাজ করেছি। সোনারগাঁয়রে মানুষকে শান্তিতে রেখেছি। সুতরাং উন্নয়নের কারনেই আবারও সংসদ সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করবেন সোনারগাঁয়ের মানুষ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply