1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩০ বার পঠিত

নিউজ জাগো সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী খাঁসপাড়া (পাঁচপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে আরো একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাঁসপাড়া (পাঁচপাড়া) এলাকায় সরকারি অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনে তাদের জায়গা নিয়ে নিহত আসলামের সাথে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান ও মারুফ চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম মিয়া, মো: রনি ও রফিকুল ইসলামের ওপর হামলা করে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মো: আসলাম মিয়া ও মো: রনি মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, আমি নিজে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে, মামলা প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park