নিউজ জাগো সোনারগাঁও
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাণী সম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের বিভিন্ন প্রকার প্রাণী প্রদর্শন করা হয়েছে।
সোমবার ঐতিহাসিক আমিনপুর মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাণীগুলোর প্রদর্শন করা হয়। এতে উন্নতজাতের গাভি, ষাড়, ছাগল, ভেড়া, গাড়ল , কবুতর, হাঁস, মুরগী, বিড়াল, কুকুর প্রদর্শন করা হয়। এছাড়াও প্রাণীর খাদ্য, ঔষধ ও গাভির দুধ দিয়ে তৈরি বিভিন্ন প্রকার খাবার প্রদর্শন করা হয়।
সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাণী প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো.রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আখতার, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মঞ্জুরুল হাসান।
এসময় খামারি, উদ্যোক্তা ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply