1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান কর্মসূচি

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বল প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করাকে কেন্দ্র করে পক্ষে- বিপক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। গতকাল সকালে সোনারগাঁ সরকারী কলেজ ও সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন কর্মসূচীতে প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বিরাজ করছে। এনিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবী কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়মতান্ত্রিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এভাবে পদত্যাগে বাধ্য করানো দৃষ্টিকটু। এ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।

এ সমস্যা নিরসনে তারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অন্তর্বতীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের ন্যায় গত রবিবার দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে কিছু সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী, বহিরাগত লোকজন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ও সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মঙ্গলবার প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদত্যাগ বাতিল ও তাদের স্বপদে পূনর্বহাল করার জন্য বিক্ষোভ করেন।

এসময় সোনারগাঁ সরকারি কলেজের অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ঘটনার দিন তোমরা উপস্থিত থাকলে হয়তো এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। তোমাদের সমস্যার সমাধান হবে। তবে বহিরাগতরা যাতে প্রতিষ্ঠানে না ঢুকতে পারে সে দিকে তোমরা খেয়াল রাখবা।
এদিকে একই সময় সোনারগাঁয়ের একশত চব্বিশ বছরের পুরাতন বিদ্যাপীঠ সোনারগাঁ জি.আর.ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ
(বর্তমানে গঙ্গারাম পোদ্দার স্কুল এন্ড কলেজে) কিছু সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অধ্যক্ষ মো. সুলতান মিয়ার পদত্যাগ দাবী করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বিক্ষোভকারীরা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুলতান মিয়া উপস্থিত না থাকায় আন্দোলনকারীরা তার পদত্যাগ দাবী করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ব্যাপারে অধ্যক্ষ মো. সুলতান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেলে প্রশাসন আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে আমি তা মেনে নেব। তবে তিনি অসুস্থতার কারণে ০১ মাস ছুটি নিয়েছেন বলে জানান।
এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শিক্ষার্থীরা যে ভাবে পদত্যাগ পত্রে স্বাক্ষর নিচ্ছেন এটা নিয়ম বর্হিভ‚ত। এ পদত্যাগের আইনগত ভিত্তি নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park