1. admin@jagosonargaon24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ

নিউজ জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।

সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বার সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলুর করিম, সাধারণ সম্পাদক পিয়ার আলী, জামপুর ইউনিয়ন যুবদল নেতা এমদাদুল হক ভূঁইয়া দিপু। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি শাহ আলম বলেন, ফ্যাসীবাদি আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই দ্রুত সংসদ নির্বাচনের বিকল্প নাই। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি করেন।
তিনি আরো বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপির এক শ্রেণী দেশে চাঁদাবাজি ও দখলদারি শুরু করে দিয়েছে। দ্রুত এ অপকর্ম বন্ধ না করা হলে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। দেশের মানুষের ওপর জুলুম অত্যাচার বন্ধ না করা হলে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জনগন ভোট দেবে না। তাই দ্রুত এসব অপকর্ম বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park