জাগো সোনারগাঁও২৪.কম
সোনারগাঁয়ের মেঘনা ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রæপের টিস্যু কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর ৫ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে মেঘনা টিস্যু কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনারগাঁ,গজারিয়া,বন্দর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ১২ টি ইউনিট আগুন নিভানোর জন্য ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত পেপার মিলের গোডাউন থেকে হতে পারে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে নিশ্চিত করে আগুন লাগার কারণ কেউ বলতে পারিননি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক গনমাধ্যমকে জানায়, সকাল ৫ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৩০মিনিট পর ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল ৯.৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোন আহত বা ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply