জাগো সোনারগাঁও২৪.কম
নারায়ণগঞ্জের সোনারগায়েঁ আল-মোস্তফা কোম্পানীর কাভার ভ্যানের ধাক্কায় নিতাই (২৫) নামের এক মিশুক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ০৬: ২৪ টার দিকে সোনারগাঁ থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিতাই হোমনা থানার বাগমারা গ্রামের ওমেশ চন্দ্রের ছেলে। সে সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সাতভাইয়াপাড়া গ্রামে মামার বাড়িতে থেকে অটো চালাতো।
পথচারী মো: রাসেল বলেন, সন্ধ্যার দিকে সোনারগাঁ থানা সংলগ্ন আয়কর অফিসের সামনে আল-মোস্তফা কোম্পানীর একটি কাভার ভ্যান ঐ অটোরিক্সাকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে কাভার ভ্যানের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে সাথে সাথে মৃত্যুবরণ করে অটোচালক নিতাই। স্থানীয় লোকজন উক্ত কাভার ভ্যানের চালক জামাল হাওলাদারকে আটক করে থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার এস.আই আব্দুল্লাহ আল মাকসুদ বলেন, নিহতের পরিচয় পা্ওয়া গেছে পরিবার আসলে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হবে এবং এই ব্যাপারে আ্ইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ জাগো সোনারগাঁও ২৪
Leave a Reply